Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও সংবাদদাতা

প্রকাশিত: ১৩:০৫, ২২ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি

ঠাকুরগাঁও: জেলার হরিপুর উপজেলার দনগাঁ সীমান্তে সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত সুমন (২২) হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সফিরুল ইসলামের ছেলে।
ওই সীমান্ত থেকে মাসুদ রানা (২০) নামে অপর এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। তিনি ডাঙ্গীপাড়া গ্রামের এনাদুলের ছেলে।

স্থানীয়রা জানায়, ভোর ৪টার দিকে ১০/১২ জন বাংলাদেশি দনগাঁ সীমান্তের ৩৫৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে গরু আনার জন্য ভারতে প্রবেশ করে। এসময় ভারতের বসতপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুমন ঘটনাস্থলে নিহত হন। তার লাশ সীমান্তে জিরো লাইনের এপারে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে রয়েছে।

এছাড়া বিএসএফ মাসুদ রানা নামে অপর এক বাংলাদেশিকে ধরে ভারতে নিয়ে গেছে। বিজিবি’র ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন নবী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer