Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বিএনপির কারণেই ইভিএম আনা হয়েছে : আইনমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৯, ২৪ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

বিএনপির কারণেই ইভিএম আনা হয়েছে : আইনমন্ত্রী

ঢাকা : বিএনপির কারণেই ইভিএম আনা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, বিএনপি ভোট কারচুপির রাজত্ব সৃষ্টি করেছিল, এটা থেকে বের হয়ে আসার জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম আনা হয়েছে।

শুক্রবার সকালে আখাউড়া রেলস্টেশন চত্বর এলাকায় সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বিএনপি’র মহাসচিব যে কথা বলেছেন এটা তাদের মনগড়া কথা। উনাদের অভ্যাসই হল এসব কথা বলা। উনারা চান না যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক।

মন্ত্রী আরও বলেন, সারা বিশ্বের অনেক দেশেই ইভিএম প্রযুক্তি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের জনগণের ভোটাধিকার সহজ করার জন্য ও যাতে সহজভাবে প্রয়োগ করতে পারে এবং তারা যাকে ভোট দিতে চান তাকে ভোট দিতে পারে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের নির্বাচন হয় সেই জন্যই ইলেকট্রনিক ভুটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer