Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বিএনপি না এলেও এবার প্রতিদ্বন্দ্বীর অভাব নেই : কাদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিএনপি না এলেও এবার প্রতিদ্বন্দ্বীর অভাব নেই : কাদের

ঢাকা : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও প্রতিদ্বন্দ্বীর অভাব হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স - আইডিইবির ২২তম জাতীয় কাউন্সিলে বক্তব্য রাখেন তিনি।

সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের দাবি অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি কার সঙ্গে ঐক্য করবে সেটা তাদের বিষয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কার সঙ্গে যাবে, কিভাবে যাবে সেটা তো আমরা জানি না। আমরা পত্র-পত্রিকা, মিডিয়ায় জানতে পারছি যুক্তফ্রন্ট নেতারা বিএনপির প্রধান পার্টনার। এখানে আমার কোনো মন্তব্য নেই। তারা কিভাবে কার সঙ্গে কি ঐক্য করবে, সেটা তো আমরা জানি না।’

তিনি আরো বলেন, ‘এতে আমাদের কোনো মন্তব্য নেই। তবে, নতুন নতুন জোট হলে স্বাগতম। শত ফুল ফোটে, গণতন্ত্রও তো...। নতুন নতুন জোট আসুক, নির্বাচন করুক। জনগণ যাকে চায়, সেই জিতবে। বিএনপি না এলেও এবার প্রতিদ্বন্দ্বীর অভাব নেই। বিনা প্রতিদ্বন্দ্বীর ফাঁদ তৈরির কোনো সুযোগ নেই।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer