Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বিআরটিএ তে বিশেষ ব্যবস্থায় গাড়ির রেজিস্ট্রেশন চায় বারভিডা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ৬ মে ২০২১

প্রিন্ট:

বিআরটিএ তে বিশেষ ব্যবস্থায় গাড়ির রেজিস্ট্রেশন চায় বারভিডা

বিআরটিএতে বিশেষ ব্যবস্থায় গাড়ির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যাল্স ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন (বারভিডা)।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, বর্তমান লকডাউন পরিস্থিতিতে সমুদ্র বন্দরসমূহ, কাস্টমস হাউস এবং ব্যাংক খোলা থাকায় বারভিডার সদস্যরা তাদের আমদানিকৃত গাড়ি ছাড় করছেন। এর মাধ্যমে সরকারের রাজস্ব আয় নিশ্চিত হচ্ছে। কিন্তু বিআরটিএ বন্ধ থাকায় গাড়ির ক্রেতাগণ গাড়ি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারছেন না এবং ‘নম্বর’ না পাওয়ায় ক্রয়কৃত গাড়ি ব্যবহার করতে পারছেন না।

অথচ বর্তমান লকডাউন পরিস্থিতিতে গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতাগণ জরুরি প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারতেন। একইসাথে গাড়ি রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকার রাজস্ব পেতে পারতো।

এ অবস্থায় ব্যবসায়িক কার্যক্রম চলমান রাখার স্বার্থে অন্যান্য সেবা সংস্থার মত বিআরটিএ সীমিত পর্যায়ে খোলা রাখার দাবি করেছে বারভিডা। উল্লেখ্য, লকডাউন পরিস্থিতিতে সরকার বিআরটিএতে রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ রেখেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer