Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

বাড়তি টাকায় বাংলাদেশ-সিঙ্গাপুর ফ্লাইট ২০ অক্টোবর শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৬, ৯ অক্টোবর ২০২০

প্রিন্ট:

বাড়তি টাকায় বাংলাদেশ-সিঙ্গাপুর ফ্লাইট ২০ অক্টোবর শুরু

আগামী ২০ অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু করবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে এয়ারলাইন্সটি। প্রথম ধাপে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর প্রথম ফ্লাইটটি ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ছেড়ে আসবে। পরে ফিরতি ফ্লাইট হিসেবে ওই দিন রাত ১১টা ৫৫ মিনিটে আবার ঢাকা ছাড়বে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, সিঙ্গাপুর যেতে বাংলাদেশ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে না। তবে সিঙ্গাপুর পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হবে। প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি ১৪ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টাইনে যেতে হবে। এ জন্য অতিরিক্ত প্রায় দেড় লাখ টাকা খরচ হতে পারে; যা যাত্রীকে দিতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer