Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

বাড়ছে বিদ্যুতের দাম : কমলো গ্যাসের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২০, ২ অক্টোবর ২০২২

প্রিন্ট:

বাড়ছে বিদ্যুতের দাম : কমলো গ্যাসের

আগামী ১৩-১৪ অক্টোবরের মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।সেই সঙ্গে অক্টোবরের জন্য গ্রাহক পর্যায়ে ৩৫ টাকা কমিয়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। নতুন এ দাম রোববার থেকেই কার্যকর ধরা হবে।


রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আব্দুল জলিল একথা জানিয়েছেন।

সেই সঙ্গে অক্টোবরের জন্য গ্রাহক পর্যায়ে ৩৫ টাকা কমিয়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। নতুন এ দাম রোববার থেকেই কার্যকর ধরা হবে।

নতুন দামের বিষয়ে বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল বলেন, বেশি দাম নেয়ার ব্যাপারে গ্রাহক অভিযোগ দিলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

এছাড়া অক্টোবর মাসের জন্য গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি।

এর আগে, ৭ সেপ্টেম্বর গ্রাহক পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করে বিইআরসি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer