Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপির ৩ কর্মী আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮, ২১ নভেম্বর ২০২০

প্রিন্ট:

বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপির ৩ কর্মী আটক

গত ১২ নভেম্বর পল্টনসহ ঢাকার বিভিন্ন স্থানে ১১টি গাড়ি পোড়ানোর ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে যুবদল ও ছাত্রদলের ৩ নেতাকর্মীকে আটক করেছে ডিবি। শনিবার ভোরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পল্টন যুবদল নেতা মো. লিয়ন হক, কাজী রেজাউল হক বাবু ও মো. আজাদ। তাদের সবাইকে গণমাধ্যমে প্রকাশিত ফুটেজ ও সিসি ক্যামেরার সূত্র ধরে শনাক্ত করা হয়।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

এ সময় তিনি বলেন, উপনির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে অরাজকতা তৈরি করতেই এ হামলাগুলো করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিএনপির নেতৃস্থানীয়দের নির্দেশেই অরাজকতা, সহিংসতা সৃষ্টি করতে গাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে।

এ সময় তিনি বলেন, গাড়িতে আগুন দেয়ার মাস্টারমাইন্ডদেরও খুঁজে বের করা হবে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ডে নেয়া হয়েছে। এছাড়া পলাতক বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer