Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বাসায় আগুন দিয়ে ৩৩ বাবুই ছানা হত্যা, নিন্দার ঝড়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ১০ এপ্রিল ২০২১

প্রিন্ট:

বাসায় আগুন দিয়ে ৩৩ বাবুই ছানা হত্যা, নিন্দার ঝড়

ছবি- সংগৃহীত

ক্ষেতের ধান খাওয়ায় পাখির বাসায় আগুন ধরিয়ে দিয়েছেন ঝালকাঠির পাষণ্ড এক কৃষক। এতে ৩৩টি বাবুই পাখির ছানা পুড়ে মারা গেছে। শুক্রবার দুপুরে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠছে।

এলাকাবাসী জানিয়েছেন, ক্ষেতের ধান খাওয়ায় ওই গ্রামের সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় আগুন ধরিয়ে দেন কৃষক জালাল সিকদার। এতেই আগুনে পুড়ে ৩৩টি বাবুই ছানা মারা যায়।

স্থানীয় জুয়েল হোসেন বলেন, নিষ্ঠুর এই কাজ একজন মানুষ করতে পারে তা ভাবতেই অবাক লাগছে। বাবুই পাখির অপরাধ, তারা নাকি ক্ষেতের ধান খেয়ে ফেলে। তার এমন নিষ্ঠুর কাজে এলাকার পাখিপ্রেমী অভিজিৎ আজ শনিবার ঝালকাঠি বন বিভাগকে একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কৃষক জালাল বলেন, আমার ক্ষেতে ধান প্রতিদিন পাখি খেয়ে ফেলায় আমি লোকসানের মুখে পড়েছি। এ জন্য মেজাজ গরম থাকায় পাখির বাসা নষ্ট করেছি। আমি এজন্য অনুতপ্ত। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, বিষয়টি আমি জানতে পেরে থানার ওসিকে বলেছি ব্যবস্থা নিতে। ওই ব্যক্তিকে ধরার চেষ্টা চলছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer