Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বাসচাপায় পা হারানো রাসেলকে বাকি ক্ষতিপূরণ দিতেই হবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮, ২২ মে ২০১৯

প্রিন্ট:

বাসচাপায় পা হারানো রাসেলকে বাকি ক্ষতিপূরণ দিতেই হবে

ঢাকা : বাসচাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা দিতে হবেই বলে জানিয়েছেন হাইকোর্ট। আর গ্রিন লাইন পরিবহনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে পুরো অর্থ পরিশোধের জন্য ২৫ জুন পর্যন্ত সময় দিয়েছেন আদালত।

বুধবার সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নতুন এ সময় বেঁধে দেন।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, আজ বুধবারের মধ্যে রাসেলকে ক্ষতিপূরণের টাকা বুঝিয়ে দেয়ার কথা ছিল। তবে সে আদেশ পালন না করে সকালে আবারো সময় চায় গ্রিন লাইন কর্তৃপক্ষ।

শুনানিতে গ্রিন লাইন কর্তৃপক্ষের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত বলেন, গ্রিন লাইনের আচরণ ভালো লাগেনি। যারা ব্যবসা করবেন, তাদের মানবিক মূল্যবোধও থাকতে হবে।

গত বছরের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান রাসেল। বিষয়টি আদালতে গড়ালে রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। যার মধ্যে ৫ লাখ টাকা পরিশোধ করেছে গ্রিন লাইন কর্তৃপক্ষ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer