Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বাফুফের নির্বাচন শনিবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৭, ২ অক্টোবর ২০২০

প্রিন্ট:

বাফুফের নির্বাচন শনিবার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন শনিবার। হোটেল সোনারগাঁওয়ে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

বাফুফের কার্যনির্বাহী কমিটির চার বছর মেয়াদি নির্বাচনে দুটি প্যানেল- বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ এবং শেখ মো. আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

কাজী সালাউদ্দিন চতুর্থবার সভাপতি পদে প্রার্থী হলেও আসলামের প্যানেলে সভাপতি পদে কোনো প্রার্থী নেই। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে লড়াই করবেন সাবেক তারকা ফুটবলার শফিকুল ইসলাম মানিক।

বিগত কমিটির সহ-সভাপতি বাদল রায় সভাপতি পদের জন্য মনোনয়নপত্র কিনলেও সময় শেষ হওয়ার পরে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। নির্ধারিত সময়ের পরে মনোনয়ন প্রত্যাহার করায় ব্যালট পেপারে তার নাম থাকছে।

বাফুফের এবারের নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭ জন। ১৩৯ জন ভোটারের প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত হবেন ২১ জন প্রার্থী।

সিনিয়র সহ-সভাপতি পদে আবদুস সালাম মুর্শেদীর বিপক্ষে লড়াই করবেন সাবেক তারকা ফুটবলার শেখ মো. আসলাম। চারটি সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন আটজন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer