Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

বাফুফে সভাপতিসহ ৩ জনকে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ৬ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাফুফে সভাপতিসহ ৩ জনকে দুদকের চিঠি

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

অভিযুক্ত অন্য দু`জন হলেন বাফুফের নির্বাহী সদস্য ও মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও প্রধান হিসাব কর্মকর্তা আবু হোসেন।

সূত্র জানায়, অভিযাগ সংক্রান্ত নথিপত্র চেয়ে দুদকের উপপরিচালক নাসির উদ্দিন স্বাক্ষরিত চিঠি মঙ্গলবার বাফুফে সভাপতির কাছে পাঠানো হয়। চিঠিতে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ওইসব কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সমকালের কাছে দুদকের চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করেছেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer