Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বাণিজ্যিক-অবাণিজ্যিক উভয় কাজে ড্রোন ব্যবহারে অনুমতি লাগবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১১, ১৪ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

বাণিজ্যিক-অবাণিজ্যিক উভয় কাজে ড্রোন ব্যবহারে অনুমতি লাগবে

‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  সোমবার ভার্চুয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ‘এখন থেকে বাণিজ্যিক ও অবাণিজ্যিক উভয় কাজে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে সরকারের অনুমোদন নিতে হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ব্যবহারের ভিত্তিতে ড্রোনকে চার ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো- বিনোদনের জন্য ব্যবহার, শিক্ষা ও গবেষণার মতো অবাণিজ্যিক কাজে সরকারি, বেসরকারি সংস্থা বা ব্যক্তিগত ব্যবহার, সার্ভে, স্থিরচিত্র ধারণ, চলচ্চিত্র নির্মাণ, উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের মতো বাণিজ্যিক ও পেশাদার কাজে ব্যবহার এবং রাষ্ট্রীয় ও সামরিক প্রয়োজনে ব্যবহার।’

তিনি বলেন, ‘বিমান ও জনসাধারণের সুরক্ষা, নিরাপত্তা ও গোপনীয়তার বিষয় বিবেচনায় নিয়ে ড্রোন অপারেশন জোনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে “গ্রিন জোন” এলাকায় ড্রোন ওড়াতে অনুমতি লাগবে না। “ইয়েলো জোন” এলাকায় অনুমতি নিয়ে ড্রোন ওড়াতে হবে। আর “রেড জোন” এলাকায় ড্রোন ওড়ানো যাবে না।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিনোদনের জন্য “গ্রিন জোন” এলাকায় ড্রোন ওড়ানো যাবে। তবে ৫ কেজির বেশি ওজনের ড্রোনের ক্ষেত্রে আমদানির আগেই বিস্তারিত স্পেসিফিকেশন উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র নিতে হবে। আর ৫ কেজির বেশি ওজনের হলে ড্রোনের নিবন্ধন বাধ্যতামূলক।’

এ ছাড়াও, মন্ত্রিপরিষদ বৈঠকে ‘বাংলাদেশ বিমান করপোরেশন (রহিতকরণ) আইন-২০২০’ এর খসড়া এবং বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে প্রিপারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) শীর্ষক চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer