Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

বাজেট অধিবেশন ১১ জুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩০, ২ জুন ২০২০

আপডেট: ১৮:৩০, ২ জুন ২০২০

প্রিন্ট:

বাজেট অধিবেশন ১১ জুন

ঢাকা: জাতীয় সংসদের বাজেট (অর্থবছর ২০২০-২১) অধিবেশন শুরু হচ্ছে ১১ জুন বৃহস্পতিবার। এদিন বিকেল ৩টা ৩০ মিনিটে অধিবেশন শুরু হবে। মঙ্গলবার অর্থবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে উদ্ভুত প‌রি‌স্থি‌তি‌তে এবারের অধিবেশন মি‌ডিয়া কাভা‌রে‌জের ল‌ক্ষে সাংবা‌দিক‌দের প্র‌বেশা‌ধিকার থাক‌ছে না।

এ অবস্থায় সাংবাদিকদের বাজেট ডকুমেন্টস সংসদ ভবনের বাইরে পশ্চিম পার্শ্ববর্তী মিডিয়া সেন্টার থেকে বিকেল সোয়া ৩টায় বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে নি‌র্দিষ্ট স্থান থে‌কে বা‌জেট ডকুমেন্টস সংগ্রহ করার অনুরোধও করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

১১ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেয়ার কথা রয়েছে। বাজেট পাস হবে ৩০ জুন।

করোনা পরিস্থিতি বিবেচনায় অধিবেশন চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নেয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। এটি একাদশ সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer