Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বাজারে আসছে পুরুষের বিশ্বে প্রথম জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪২, ২১ নভেম্বর ২০১৯

আপডেট: ১০:৪৪, ২১ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

বাজারে আসছে পুরুষের বিশ্বে প্রথম জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন

ঢাকা : একটা সময় ছিল যখন মধ্য ও নিম্নবিত্ত পরিবারে জন্মনিয়ন্ত্রণের দায় বর্তাত শুধুমাত্র নারীর ওপর। কিন্তু সময় পাল্টানোর সঙ্গে বদলেছে জীবন দেখার দৃষ্টিভঙ্গিও।এবার শুধু নারী নয়, নির্বীজকরণ সম্ভব হবে পুরুষের। পুরুষের নির্বীজকরণের বিকল্প এক ইনজেকশনের সন্ধান পেয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্স (আইসিএমআর)-এর গবেষকরা জানিয়েছেন, তারা একটি ইনজেকশন আবিষ্কার করেছে। তাদের পরীক্ষিত এই ইনজেকশনটি বাজারে ছাড়তে আর মাত্র এক ধাপ দূরে। ইতিমধ্যেই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)র শিলমোহরের অপেক্ষায় রয়েছে এই ইনজেকশন।

আইসিএমআর এর গবেষক আর এস শর্মা বলেন, ‘ইনজেকশনটি বাজারে আনার জন্য দিন গুণছি আমরা। ইতিমধ্যেই তিনটি ধাপে এর নানা পরীক্ষা সারা হয়েছে। তিনটি ট্রায়ালও দেয়া হয়েছে। ৩০৩ জন পুরুষের ওপর এই ইনজেকশন প্রয়োগ করে দেখা গিয়েছে, ৯৭ দশমিক ৩ শতাংশ ক্ষেত্রেই ফলাফল আমাদের অনুকূলে এসেছে। বাজারে ছাড়া হলে এটিই হবে পুরুষদের জন্য তৈরি বিশ্বের প্রথম কন্ট্রাসেপটিভ ইনজেকশন।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer