Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বাজার স্থিতিশীল রাখতে প্রতিযোগিতা কমিশনকে সক্রিয় করুন: রাষ্ট্রপতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৬, ৯ ডিসেম্বর ২০১৯

আপডেট: ০০:০৮, ১০ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

বাজার স্থিতিশীল রাখতে প্রতিযোগিতা কমিশনকে সক্রিয় করুন: রাষ্ট্রপতি

ঢাকা : বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সক্রিয় ভূমিকা বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে বলে সোমবার মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।বঙ্গভবনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে কমিশনের আট সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে আলাপকালে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন বলে তার প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন।

রাষ্ট্রপতি সুস্থ প্রতিযোগিতার সুফল ব্যবসায়ী ও জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য অশুভ প্রতিযোগিতা রোধ করার ওপর গুরুত্বারোপ করেন। সুস্থ প্রতিযোগিতা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি।সাক্ষাৎকালে প্রতিনিধিদল কমিশনের ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে জমা দেন এবং তাকে সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম, বাণিজ্য সচিব জাফর উদ্দীন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া ও রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম শামীম-উজ-জামান এ সময় উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer