Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বাঙালিদের নাগরিকত্বের বিরোধিতা সিন্ধুর মন্ত্রীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৮, ১৮ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাঙালিদের নাগরিকত্বের বিরোধিতা সিন্ধুর মন্ত্রীর

ঢাকা : পাকিস্তানে জন্ম নেয়া বাঙালিদের নাগরিকত্ব দেয়ার বিরোধিতা করেছেন সিন্ধুর প্রাদেশিক সরকারের স্থানীয় সরকারমন্ত্রী সাইদ গনি। তিনি বলেছেন, আফগান ও বাঙালি শরণার্থীদের নিয়ে যদি প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্বেগ-উৎকণ্ঠা থাকে তাহলে তিনি তাদের বাসায় নিয়ে তুলুন।

পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র এই নেতা বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান ‘বনি গালা’ এলাকার নিজের বাড়ির দরজা শরণার্থীদের জন্য খুলে দিতে পারেন।

পিপিপি’র আরেক সিনিয়র নেতা তাজ হায়দারও প্রধানমন্ত্রী ইমরানের ওই ঘোষণার সমালোচনা করে তিনি দাবি করেছেন, পরবর্তী নির্বাচনে আরও ভোট পেতেই ইমরান খান বাঙালি ও আফগান শরণার্থীদের নাগরিকত্ব দিতে চাইছেন।

রোববার সিন্ধু প্রদেশের করাচিতে এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ৪০ বছর ধরে বাঙালি ও আফগান শরণার্থীরা এই শহরে আছেন। তাদের সন্তানরাও এই শহরেই বড় হচ্ছে কিন্তু তাদের কোনও পাসপোর্ট বা পরিচয়পত্র নেই। এগুলো না থাকলে চাকরি হয় না আর চাকরি হলেও তাদের বেতন হয় অর্ধেক।

ওইসময় তিনি পাকিস্তানে জন্ম নেয়া বাঙালি ও আফগান শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার ঘোষণাও দেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer