Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বাগেরহাট জেলা ‘করোনামুক্ত’: সিভিল সার্জন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭, ১৭ নভেম্বর ২০২০

প্রিন্ট:

বাগেরহাট জেলা  ‘করোনামুক্ত’: সিভিল সার্জন

ফাইল ছবি

বাগেরহাট জেলা এই মুহূর্তে করোনাভাইরাস মুক্ত বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেছেন, ‘মঙ্গলবার পর্যন্ত বাগেরহাট জেলা করোনামুক্ত। সবশেষ যারা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন তাদের সবাই সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই।’

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, সোমবার পর্যন্ত বাগেরহাট জেলায় মোট এক হাজার ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে জেলার বিভিন্ন এলাকায় ২৬ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৯৮৭ জন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন।

জেলাকে করোনামুক্ত রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি আর সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer