Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বাকৃবিতে ৫ দফা দাবি আদায়ে অফিসারদের কর্মবিরতি

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৪, ১৩ মে ২০১৯

প্রিন্ট:

বাকৃবিতে ৫ দফা দাবি আদায়ে অফিসারদের কর্মবিরতি

ছবি : বহুমাত্রিক.কম

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত কর্মকর্তাদের গ্রহণযোগ্য পদোন্নতির নীতিমালা প্রণয়ন, চাকুরীর বয়স বৃদ্ধিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষে অফিসারদের কর্মবিরতি পালন করছে অফিসারবৃন্দ।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অফিসার পরিষদের নেতাবৃন্দ ওই দাবি জানান  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অফিসার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান আলমগীর।

এসময় তিনি এডিশনাল রেজিস্ট্রার অথবা সমমান পদে অধিষ্ঠিত কর্মকর্তাদের উচ্চতর গ্রেডের স্কেল প্রদান, শাখা প্রধানদের স্কেলসহ অন্যান্য কর্মকর্তাদের স্কেল ও পদবী সংক্রান্ত জটিলতা নিরসন ও বাসা বরাদ্দের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করারও দাবি জানান। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন করা হবে জানান অফিসার পরিষদের সভাপতি ড. আবুল কালাম আজাদ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মকর্তাদের সমস্যা নিরসনে আন্তরিক। সামনে সিন্ডিকেট মিটিংয়ে দাবিসমূহ নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer