Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বাকৃবিতে সেমিনার কক্ষে কর্মশালা অনুষ্ঠিত

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু

প্রকাশিত: ১৯:১১, ১৬ জানুয়ারি ২০২১

আপডেট: ১৯:১৬, ১৬ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

বাকৃবিতে সেমিনার কক্ষে কর্মশালা অনুষ্ঠিত

ছবি- বহুমাত্রিক.কম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে বিশেষজ্ঞ পরামর্শের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফল হাসান। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জসিমউদ্দিন খান, ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. নূরুল হক, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. একেএম জাকির হোসেন ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গেটওয়ে কনসাল্টিং বাংলাদেশের আহবায়ক ড. খন্দকার হেলাল উদ্দিন। এছাড়াও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জয়নাল আবেদিনসহ প্রায় বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক,কর্মকতা উপস্থিত ছিলেন।

বাকৃবি উপাচার্য তার বক্তব্যে বলেন, কৃষি সেক্টরের সম্ভাবনাময় খাত খুঁজে বের করে টেকনোলজির উন্নয়ন ঘটিয়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সহযোগিতা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ঠিক রেখে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও দেশের কল্যাণে ও কৃষিকে এগিয়ে নিতে কাজ করতে পারে। সেক্ষেত্রে গেটওয়ে কনসাল্টিং বাংলাদেশ বিশেষ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি৷

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনের সময় ড. খন্দকার হেলাল উদ্দিন বলেন, গেটওয়ে মূলত কৃষি-বিশেষজ্ঞ পরামর্শদাতা, সরকারী, বেসরকারী জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার অফিস এক্সিকিউটিভ এবং বেসরকারী উদ্যোক্তা যারা কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে কাজ করছেন তাদের উপর ভিত্তি করে গঠিত হয়েছে।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দক্ষ বিশেষজ্ঞদের বাংলাদেশের কৃষি উন্নয়নে গেটওয়ে নতুন নতুন কাজের সুযোগ তৈরি করবে বলে আমার বিশ্বাস।

দিনব্যাপী আলোচনা অনুষ্ঠানে শিক্ষক,সরকারী-বেসরকারী কনসালটেন্ট,কৃষি বিশেষজ্ঞ ও আমন্ত্রিত অতিথিগণ অংশ নেন। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer