Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বাকৃবিতে সাংবাদিকদের প্রশিক্ষণের সমাপনী

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৭, ২৩ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাকৃবিতে সাংবাদিকদের প্রশিক্ষণের সমাপনী

ছবি : বহুমাত্রিক.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষে ৮ দিনব্যাপী “Training on Food safety & Research Reporting” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ১২ টার দিকে ইন্টার ডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএসএফ) শ্রেণিকক্ষে প্রশিক্ষণ কর্মশালার সমাপনীর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আইআইএফএসের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড.হারুন অর রশিদ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর ও বিশেষ অতিথি হিসেবে ফুড এন্ড এগ্রিকালচারের (এফ.এ.ও) বাংলাদেশ টিম লিডার এ.কে.এম. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন ।

এতে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত ১৬ জন সাংবাদিক ওই কর্মশালায় অংশগ্রহণ করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer