Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

বাকৃবিতে শীতকালীন সবজি চাষ কর্মসূচির পুরস্কার বিতরণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৭, ১৭ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

বাকৃবিতে শীতকালীন সবজি চাষ কর্মসূচির পুরস্কার বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) আয়োজিত শীতকালীন সবজি চাষ ২০১৮-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (১৬ এপ্রিল ২০১৯) বাউএক চাষি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিন খান। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে সবজি চাষের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশে কৃষি জমি কমে যাওয়ার পরও কৃষি পণ্য উৎপাদন চার গুন বৃদ্ধি পেয়েছে। খাদ্যের অভাব পূরণের পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণের জন্য কৃষকরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বাউএক এর পরিচালক প্রফেসর ড. মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জনাব মোঃ রাকিব উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সবজি চাষ প্রতিযোগীতা মূল্যায়ন কমিটির আহবায়ক মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মফিজুর রহমান জাহাঙ্গীর। অনুষ্ঠানে ময়মনসিংহ সদর উপজেলার বাহাত্তর জন কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এক শতাংশ জায়গায় সবচেয়ে বেশি সবজি (ব্রকলি, বেগুন, মরিচ) উৎপাদন করে প্রথম স্থান অধিকার করেন ময়মনসিংহ সদর উপজেলার বয়রা গ্রামের জনাব আব্দুর রাজ্জাক সরকার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাউএক এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ সাইদুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউএক এর উপ-পরিচালক ড. এনামুল হক সরকার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও কৃষক উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer