Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বাইসাইকেল পেল যশোরে দশ মাদরাসা ছাত্রী

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ২৬ জুন ২০১৯

প্রিন্ট:

বাইসাইকেল পেল যশোরে দশ মাদরাসা ছাত্রী

ছবি : বহুমাত্রিক.কম

যশোর: যশোরের চৌগাছার আন্দারকোটা মহিলা দাখিল মাদরাসার দশ ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে বাইসাইকেল প্রদান অনুষ্ঠানে মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব সাধন চন্দ্র বিশ্বাস, মাদরাসার সুপার মাওলানা মহসিন আলী, সহ-সুপার মাওলানা আলমগীর কবীর, সাবেক সভাপতি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান মনু, মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ তোফায়েল আহাম্মেদ, ইউপি সদস্য জাকির হোসেন খান প্রমুখ।

এসময় অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য নূরনবী, ইউনূচ আহমেদ, ফজলুল হক, মাদরাসার সহ-শিক্ষক মফিজুর রহমান, নাজমুন্নাহার, মাওলানা হাফিজুর রহমানসহ সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা।

ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন জানান, লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্পের শিক্ষা খাতের আওতায় স্বরূপদাহ ইউনিয়ন পরিষদের পক্ষে ১০ ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।

মাদ্রাসার সুপার মাওলানা মহসিন আলী জানান, অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণির হাফিজা খাতুন, সুরাইয়া খাতুন, তাছলিমা খাতুন, ৭ম শ্রেণির ডলি খাতুন, ফাতেমা খাতুন, সুষ্মিতা খাতুন, ৮ম শ্রেণির মিম খাতুন, মাহফুজা খাতুন ও অ্যানি খাতুন এবং ১০ শ্রেণির রহিমা খাতুনে বাইসাইকেল প্রদান করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer