Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

বাইডেনের রানিং মেট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ১২ আগস্ট ২০২০

প্রিন্ট:

বাইডেনের রানিং মেট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট) প্রার্থী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বেছে নিয়েছেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।যুক্তরাষ্ট্রের স্থা্নীয় সময় মঙ্গলবার রানিং মেট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন জো বাইডেন। খবর বিবিসির

কমলা হ্যারিস হলেন প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম কোনো এশিয়ান বংশোদ্ভূত আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের প্রধান একটি দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিস বর্ণবাদবিরোধী বিক্ষোভের সময় ছিলেন সোচ্চার। সে সময় যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনীতে সংস্কারের দাবিও জানিয়েছিলেন তিনি।কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।


আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীর রানিং মেট হিসেবে আছেন মাইক পেন্স।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer