Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান পিংকি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ১৫ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান পিংকি

ঢাকা : প্রথমবারের মতো ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন। পিংকি খাতুন বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান।পিংকিসহ আরও দুজন নারী এ পদের জন্য লড়েছেন। বিজয়ী পিংকি ভোট পেয়েছেন ১২ হাজার ৮৮০।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুবিনা খাতুন পেয়েছেন ১২ হাজার ১৩৯ ভোট। এছাড়া প্রতিদ্বন্দ্বিতা করেছেন নাসিমা ইসলাম নামের আরেক নারী।

পিংকি খাতুন কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান।
পিংকি খাতুন জানিয়েছেন, তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের জন্য নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে তিনি দাঁড়াবেন। বৈষম্য রোধে কাজ করবেন।

তিনি আরও জানান, নির্বাচনে প্রচারণার শুরু থেকেই তিনি জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন।
প্রসঙ্গত, তৃতীয় লিঙ্গের মানুষ পিংকি খাতুন দীর্ঘ তিন বছর ধরে কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পঞ্চম ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শরিফুন্নেছা মিকি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer