Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে আসা ভারতের ১৭ জেলে আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ২ ডিসেম্বর ২০২০

প্রিন্ট:

বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে আসা ভারতের ১৭ জেলে আটক

দেশীয় জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ভারতের ১৭ জেলেকে আটক করা হয়েছে।বুধবার ভোরে সাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করে কোস্টগার্ড মোংলা সদর দফতর (পশ্চিম জোন)।

বিকেলে মোংলা সদর দফতর (পশ্চিম জোন) কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লে. শাহারিয়ার আলম এ তথ্য জানান।

এ সময় জেলেদের ব্যবহৃত ‘এফ বি মা শিবানী’ নামে একটি ট্রলারও জব্দ করা হয়। ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে প্রায় এক হাজার কেজির বেশি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ।

আটক ভারতীয় জেলেদের বাড়ি দেশটির চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানান কোস্টগার্ড সদস্যরা। জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে। কোস্টগার্ড কর্মকর্তারা মোংলায় পৌঁছায় সন্ধ্যা ৬টার দিকে। মামলা প্রক্রিয়া চলেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer