Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশের ইতিহাসের স্মারক ‘বিমূর্ত মুক্তিযুদ্ধ’ উদ্বোধন

আবদুল আউয়াল মিয়া শেখ, বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ০২:১২, ১৬ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাংলাদেশের ইতিহাসের স্মারক ‘বিমূর্ত মুক্তিযুদ্ধ’ উদ্বোধন

ছবি : বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। বিশ্বের মানচিত্রে সগর্বে জায়গা করে নেয় আমাদের এ দেশ। বায়ান্ন এর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধে এদেশের মুক্তিকামী মানুষ তাদের অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই করেছিলেন।

‘বিমূর্ত মুক্তিযুদ্ধ’। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ঘটনাবলি এদেশের তরুণ প্রজন্মকে জানানোর লক্ষ্যে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে স্থাপনাটি নির্মাণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ।

স্থাপনাটিতে বায়ান্ন থেকে একাত্তরের সমগ্র ইতিহাসের মূল নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতার মুক্তি সনদ ৬ দফা, ঐতিহাসিক ১১ দফা, মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের পতাকা, ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস, ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের গৌরবগাঁথা ইতিহাস উপস্থাপন করেছেন স্থপতি শ্যামল চৌধুরী।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত ‘বিমূর্ত মক্তিযুদ্ধ’ স্থাপনাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু উপস্থিত ছিলেন।এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন। এছাড়াও কলেজের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer