Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র : পিটার হাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র : পিটার হাস

নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা শুধু এককভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব নয়, সরকার-গণমাধ্যম-রাজনৈতিক দলকেও ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বৃহস্পতিবার গুলশানের খাজানা রেস্টুরেন্টে এ কথা বলেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না; তবে বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। নির্বাচন আইন কীভাবে প্রয়োগ হলো, আইনশৃঙ্খলা বাহিনী কী করল, গণমাধ্যম সমালোচনা করার জায়গায় আছে কিনা- এসব কিছু মিলিয়েই নির্বাচনের পরিবেশ চিন্তা করছে যুক্তরাষ্ট্র। একই পরিস্থিতি দেখার জন্য পুরো বিশ্বই অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, নির্বাচন পুরো বিশ্ব পর্যবেক্ষণ করে। কারণ এটি গুরুত্বপূর্ণ। তবে শুধু নির্বাচনের দিনই গুরুত্বপূর্ণ নয়। আগে যেসব কমকাণ্ড রয়েছে তাও গুরুত্বপূর্ণ।

মানবাধিকার, বিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র উদ্বেগ জানালেও বাংলাদেশ বিষয়গুলোর ক্ষেত্রে আশানুরূপ উন্নতি করতে পারেনি বলে মন্তব্য করেন পিটার হাস।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer