Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস অনেক সমৃদ্ধ

এসএম জামাল, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস অনেক সমৃদ্ধ

কুষ্টিয়ার মিরপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস অনেক সমৃদ্ধ। সুদীর্ঘকাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন বহন করছে বাংলাদেশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সাম্প্রদায়িক শক্তিকে কবর দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সদ্য স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, ‘বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।

তিনি আরও বলেন, `বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টকারী যেকোনও অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত মানুষ যে একনিষ্ঠ থাকে, এই সম্প্রীতি সমাবেশ তারই প্রমাণ। সাম্প্রদায়িক অপশক্তি যখন যেখানে মাথাচাড়া দিয়ে ওঠবে, সেখানেই তাৎক্ষণিক প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

কামারুল আরেফীন আরও বলেন, হিন্দু- মুসলিম, ধনী-গরিব সবার পরিচয় আমরা মানুষ। তাই একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সবার এগিয়ে নিতে হবে। কোনো ধরনের বৈষম্য না রেখে সমাজ অসহায়দের পাশে দাঁড়াতে হবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার আফতাব উদ্দিন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশীদ, ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দারসহ সংশ্লিষ্টরা।

সমাবেশে রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের প্রধানসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer