Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বাংলাদেশে প্রবেশে মানতে হবে নতুন বিধিনিষেধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ২১ এপ্রিল ২০২২

প্রিন্ট:

বাংলাদেশে প্রবেশে মানতে হবে নতুন বিধিনিষেধ

বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রত্যেক যাত্রীকে বাংলাদেশে প্রবেশের তিন দিন আগে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। একই সঙ্গে উড়োজাহাজে যাত্রী সংখ্যার ওপর বিধিনিষেধও শিথিল করা হয়েছে।

বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সংক্রান্ত সার্কুলার জারি করে। আগামী ২৫ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে প্রবেশের তিন দিন আগে যাত্রীদের http://healthdeclaration.dghs.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। যার প্রিন্ট কিংবা সফট কপিটি (মোবাইলে) নিজের কাছে রাখতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোন যাত্রী যদি ট্রানজিট হয়ে বাংলাদেশে প্রবেশ করে ট্রানজিট এয়ারপোর্টে চেক-ইন করার আগে নতুন করে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। দেশে আসার পর বিমানবন্দরে যাত্রীকে কিউআর কোডযুক্ত হেলথ কার্ড বা মোবাইলে সফট কপি দেখাতে হবে। বোর্ডিংয়ের সময় এয়ারলাইন্সগুলো যাত্রীদের হেলথ কার্ড আছে কিনা যাচাই করবে।

এতদিন স্বাস্থ্য অধিদপ্তরের তৈরি কাগজের হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করে দেশে প্রবেশ করতে হতো। দেশে প্রবেশের পর ইমিগ্রেশন কাউন্টারের আগেই স্বাস্থ্য অধিদপ্তরের কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো যাত্রীদের। বেবিচকের অনলাইন হেলথ ডিক্লারেশন ফরমে যাত্রীর করোনার আক্রান্তের তথ্য, টিকা, জ্বর-কাশিসহ নানা তথ্য সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, করোনা টিকার পূর্ণ ডোজ নেয়া যাত্রীদের আরটি পিসিআর পরীক্ষা করতে হবে না। তাদের টিকা দেয়ার সার্টিফিকেট দেখাতে হবে। আর যারা কোন টিকা নেননি বা এক ডোজ নিয়েছেন, তাদের বাংলাদেশে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। ১২ বছরের নিচে শিশুদের কোনো করোনা টেস্ট করাতে হবে না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer