Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

বাংলাদেশিদের অন-অ্যারাইভাল ভিসা দিচ্ছে চীন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫০, ২২ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাংলাদেশিদের অন-অ্যারাইভাল ভিসা দিচ্ছে চীন

ঢাকা : অন্যান্য দেশের মতো বাংলাদেশি নাগরিকদেরও অন-অ্যারাইভাল (প্রবেশ মাত্রই) ভিসা’র সুযোগ দিচ্ছে চীন। বৃহস্পতিবার চীন দূতাবাসের পক্ষ থেকে এ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এই ভিসায় চীনে প্রবেশ করা ব্যক্তিরা দেশটিতে ৩০ দিন অবস্থান করতে পারবেন।

জরুরি মানবিক প্রয়োজন, বাণিজ্যিক কাজ, প্রকল্প মেরামত, পর্যটন বা অন্য কোনো জরুরি কাজের জন্য এখন থেকে এই ‘পোর্ট ভিসা’ সহজেই পাওয়া যাবে।

বিবৃতিতে বলা হয়েছে, চীনে ভ্রমণের জন্য সেদেশের পর্যটন সংস্থাগুলোর মাধ্যমে যেতে হবে। বাণিজ্যিক কাজ, প্রকল্পের মেরামত বা অন্য কোনো জরুরি কাজের জন্য কোনো চীনা পক্ষ থেকে আমন্ত্রণ পেতে হবে।

চীনা দূতাবাসের মুখপাত্র চেন উই বলেন, অন্যান্য বিদেশিদের মতো বাংলাদেশিদেরও পোর্ট ভিসার সুযোগ দেওয়া হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer