Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বাংলাদেশকে ব্রিক্স ব্যাংকে আমন্ত্রণ ভারতের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ১৭ ডিসেম্বর ২০২০

প্রিন্ট:

বাংলাদেশকে ব্রিক্স ব্যাংকে আমন্ত্রণ ভারতের

বিশ্বের পাঁচ বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা (ব্রিক্স) প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) যুক্ত হতে বাংলাদেশ আমন্ত্রণ জানিয়েছে ভারত।বৃহস্পতিবার দুই দেশের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আমন্ত্রণ পেয়ে ব্রিক্স প্রতিষ্ঠিত এনডিবিতে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে এ কথা জানান ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

এনডিবি ব্রিক্স দেশগুলোর (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক। আগে এ ব্যাংকটি ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক নামে পরিচিত ছিল।

দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল বৈঠকের আগে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জ্বালানি, সামাজিক উন্নয়ন, কৃষিসহ সাতটি বিষয়ে সহযোগিতার লক্ষ্যে সাতটি কাঠামো চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।ৃ

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer