Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

বাংলাদেশকে বিনামূল্যে করোনার আরও টিকা দেবে যুক্তরাষ্ট্র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২, ৩ ডিসেম্বর ২০২১

প্রিন্ট:

বাংলাদেশকে বিনামূল্যে করোনার আরও টিকা দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বিনামূল্যে বাংলাদেশকে করোনাভাইরাসের আরও ২ কোটি ৯০ লাখ টিকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহামারির সময়ে বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। যখন কোথাও টিকা পাওয়া যাচ্ছিল না, তখন যুক্তরাষ্ট্র ৫৫ লাখ ডোজ টিকা দিয়ে পাশে দাঁড়িয়েছে। এবার আরও ২ কোটি ৯০ লাখ ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। ধারাবাহিক এই সহায়তার জন্য তাদের ধন্যবাদ জানাই।

এসময় বাংলাদেশকে এখন বিনিয়োগের উত্তম জায়গা বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের এ দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রধান বিনিয়োগকারী। দেশে বিদেশি বিনিয়োগের ২০ শতাংশই হলো যুক্তরাষ্ট্রের। তাদের বিনিয়োগ মূলত এনার্জি তথা জ্বালানি খাতে। কিন্তু এখন যুক্তরাষ্ট্র অন্যান্য খাতেও বিনিয়োগ বাড়াতে পারে। কারণ, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি উত্তম জায়গা। এখানে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনশক্তিও পাওয়া যাবে। যুক্তরাষ্ট্র সুযোগটি নিতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যামচেম বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অ্যামচেমের সাবেক সভাপতি নূরুল ইসলাম, আফতাব উল ইসলাম, ফরেস্ট ই কুকসন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন অ্যামচেমের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মাদ কামাল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer