Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বাংলাদেশ-থাইল্যান্ডের নাম পাচ্ছে নিউ ইয়র্কের কিছু অংশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩০, ২০ জুলাই ২০২২

প্রিন্ট:

বাংলাদেশ-থাইল্যান্ডের নাম পাচ্ছে নিউ ইয়র্কের কিছু অংশ

মার্কিন যুক্তরাজ্যের নিউ ইয়র্ক রাজ্যের বেশ কিছু স্থানের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে শহর কাউন্সিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্রুকলিনে অবস্থিত ম্যাকডোনাল্ড ও চার্চ এলাকার নাম পরিবর্তন করে রাখা হবে লিটল বাংলাদেশ, কোনি আইল্যান্ড এভিনিউ পরিবর্তিত হয়ে ইউক্রেনিয়ান ওয়ে এবং কুইন্সের ৭৬ ও ৭৯তম রাস্তার মাঝের উডসাইড এভিনিউর নাম পরিবর্তন করে লিটল থাইল্যান্ড নামকরণ করা হবে। এ বিষয়ে একটি বিল পাশ করেছে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল।

জানা যায়, বিলটি নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামের দফতরে পাঠানো হয়েছে। শুধু তার স্বাক্ষরের অপেক্ষা।

এই বিল প্রসঙ্গে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল সদস্য শেকার কৃশনান বলেন, কুইন্সের ৭৬ ও ৭৯তম রাস্তার মাঝের উডসাইড এভিনিউতে যেই ছোট ছোট ব্যবসাগুলো চলে, যেই অনুষ্ঠানগুলো হয় তা থাইল্যান্ডের সংস্কৃতিকে প্রতিফলিত করে। এর কারণে আমরা ওই এভিনিউ এর নাম লিটল থাইল্যান্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নামটি বেশ মানানসই।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer