Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

‘বাংলা ভাষার বিশৃঙ্খলার দায় গণমাধ্যমকে নিতে হবে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ১৮ ফেব্রুয়ারি ২০২০

আপডেট: ২২:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

‘বাংলা ভাষার বিশৃঙ্খলার দায় গণমাধ্যমকে নিতে হবে’

ছবি: বাবুল দাশ লালা

রক্ত দিয়ে প্রতিষ্ঠিত যে ভাষার অধিকার সেই বাংলা ভাষার ব্যবহারে সাম্প্রতিককালে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। এর দায় গণমাধ্যম এড়াতে পারে না। কারণ গণমাধ্যমের হাত ধরেই ভাষা বিকশিত ও বিবর্তিত হয়।

ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম আয়োজিত ‘বাংলা ভাষার বিশৃঙ্খলা : গণমাধ্যমের দায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন সাংবাদিক নেতারা। তারা গণমাধ্যম সম্পাদক, উদ্যোক্তা সর্বোপরি সরকারকে এবিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সাংবাদিক নেতারা বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির বাঙালি ছাত্রজনতার আত্মত্যাগ ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করায় আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি-কিছু এফএম রেডিও বাংলা ভাষার বিকৃতি ঘটিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। মুদ্রিত পত্রিকা, বেসরকারি টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টালসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোও এই বিকৃতি ও বাংলা ভাষার অশুদ্ধ চর্চায় ভূমিকা রাখছে। যা মোটেও কাম্য নয়’

এই বিকৃতি ও অপতৎপরতা এখনি রোধ করা না গেলে বাংলা ভাষায় প্রলয় ঘটে যাওয়ার আশাঙ্কাও প্রকাশ করেন বক্তারা।

ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এ কে এম করম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি আবু জাফর সূর্য, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর, ডিইউজের সাবেক সহ-সভাপতি আবুল কালাম, বর্তমান প্রচার সম্পাদক জিহাদুর রহমান, প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সিকদার আব্দুস সালাম, ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক এস এম বাবুল,বাংলাদেশ পেশাজীবি সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দৈনিক আমাদের নতুন সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক সমীরণ রায়, সাংবাদিক মেহেদী কাজল, এম হেদায়েত উল্লাহ মানিক, মেহতাজ আহসান, মির্জা মাসুদ প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইকবাল হাসান কাজল। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বহুমাত্রিক ডটকম এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer