Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

বসলো আরো একটি স্প্যান : পদ্মা সেতুর ৩৩০০ মিটার দৃশ্যমান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৭, ২৩ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

বসলো আরো একটি স্প্যান : পদ্মা সেতুর ৩৩০০ মিটার দৃশ্যমান

ঢাকা : মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর ২২তম স্প্যান। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে স্প্যানটি বসালে সেতুর ৩ হাজার ৩০০ মিটার দৃশ্যমান হয়।সেতুর ৫ ও ৬ নম্বর পিলারের ওপর এ স্প্যানটি বসানো হয়। মাওয়া পাড় থেকে সবচেয়ে কাছের স্প্যান এটি।

জাজিরা প্রান্তে এক সাথে যখন ১০টি স্প্যান দৃশ্যমান, সে তুলনায় মাওয়া প্রান্তে মাত্র ১টি স্প্যান বসেছিলো। এখানকার ৬ ও ৭ নম্বর পিলারের ওপরের স্প্যানটি অস্থায়ীভাবে বসানো ছিলো বছরখানেক আগেই। গত মাসে এটিকে স্থায়ী পিলারে তোলা হয়। এবার এ প্রান্তে দ্বিতীয় স্প্যান বসানো হলো।

মাওয়া প্রান্তে কাজ পিছিয়ে থাকার মূল কারণ ছিলো পিলারের নকশায় জটিলতা। এখানকার ১৪টি স্থানে নদীর তলদেশের মাটির গঠনগত কারণে নকশা সংশোধন করে পিলার বানাতে হয়। সে পিলারগুলো এখন পুরো প্রস্তুত।

চলতি মাসের প্রথম স্প্যানটি বসে ১৪ জানুয়ারি, জাজিরা প্রান্তে। দ্বিতীয় স্প্যানটি বসানোর কথা ছিলো ২৫ জানুয়ারি। কিন্তু এ দিন চীনের নতুন বছর শুরু। তাই দেশটির প্রকৌশলীদের নবববর্ষ উদযাপনের সুবিধার্থে তা এগিয়ে আনা হয়েছে ২ দিন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer