Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বর্ণবাদী মন্তব্যের জেরে লেবার পার্টি থেকে বরখাস্ত রূপা হক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩১, ২৮ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

বর্ণবাদী মন্তব্যের জেরে লেবার পার্টি থেকে বরখাস্ত রূপা হক

যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হককে বরখাস্ত করেছে লেবার পার্টি। কোয়াসি কোয়ার্টেং ব্রিটেনের প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী। যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে নিয়ে রুপার বর্ণবাদী মন্তব্যের অভিযোগের জেরে লেবার পার্টি তাঁকে বরখাস্তের সিধান্ত ঘোষণা করে। খবর বিবিসি`র।

গত ৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মন্ত্রিসভায়   নিয়োগ পান কোয়াসি কোয়ার্টেং।

সোমবার, ২৬ সেপ্টেম্বর লিভারপুলে লেবার পার্টির এক অনুষ্ঠানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা কোয়াসি কোয়ার্টেংকে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। কৃষ্ণাঙ্গ হলেও পড়াশুনাসহ বিভিন্ন বিষয়ে তিনি সব সুযোগ সুবিধা পেয়েছেন এমনটা বোঝাতেই রুপা এ মন্তব্য করেন।

সেই মন্তব্য নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে মঙ্গলবার রুপার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় লেবার পার্টি। রূপার এমন মন্তব্যকে ‘ঘৃণ্য’ বলে আখ্যা দিয়েছেন ক্ষমতাসীন দলের চেয়ার জ্যাক বেরি।

রূপা হক জানিয়েছেন, কোয়াসি কোয়ার্টেংয়ের সাথে তার কথা হয়েছে। নিজের মন্তব্যের জন্য অর্থমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। রুপা আরও লিখেছেন, তার এমন মন্তব্য করা ঠিক হয়নি। যারা তার কথায় আঘাত পেয়েছেন তাদের কাছে তিনি আন্তরিকভাবে ক্ষমা চান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer