Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমান লাইফ সাপোর্টে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ২৬ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমান লাইফ সাপোর্টে

ঢাকা : বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।চিকিৎসকেরা জানিয়েছেন, মাহফুজুর রহমানের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

সোমবার রাতে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে নিয়ে যান।চলচ্চিত্রে চিত্রগ্রহণের জন্য মাহফুজুর রহমান ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া আটবার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন।শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমনিসহ অসংখ্য সিনেমার চিত্রগ্রাহক তিনি।

মাহফুজুর রহমান খানের জন্ম ১৯৪৯ সালের ১৯ মে, পুরান ঢাকার হেকিম হাবিবুর রহমান রোডের এক বনেদি পরিবারে। পেশাদার চিত্রগ্রাহক হিসেবে তিনি ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer