Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বরিশাল-ঢাকা লঞ্চ চলাচল শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮, ৩১ মে ২০২০

প্রিন্ট:

বরিশাল-ঢাকা লঞ্চ চলাচল শুরু

দুই মাস পর সারা দেশের মতো বরিশাল থেকে শুরু হয়েছে যাত্রীবাহী লঞ্চের চলাচল। রোববার সকাল ৬টা থেকে বরিশাল বিভাগের স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চের চলাচল শুরু হয়।

এরপর থেকে নির্ধারিত রুটে নির্ধারিত সময়ে লঞ্চগুলো চলাচল করেছে। সকালে যাত্রীসংখ্যা ছিল খুবই কম। এ কারণে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে লঞ্চে আরোহী হয়েছেন যাত্রীরা। লঞ্চে ঢোকার পথে জীবাণুনাশক দেয়া হয়েছে হাতে। তবে নদী বন্দরে প্রবেশের পথে সকালে জীবাণুনাশক ছিটানোর কোনো তৎপরতা দেখা যায়নি।

যাত্রীরা বলছেন, নিজের স্বার্থে সকলকে মানতেই হবে স্বাস্থ্যবিধি। আর লঞ্চ কর্তৃপক্ষ বলছে, সাধ্য অনুযায়ী স্বাস্থ্যবিধি রক্ষার চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, করোনার সংক্রামণ এড়াতে গত ২৪ মার্চ সরকার লঞ্চ চলাচল বন্ধ করে। এর পর আজ থেকে শুরু হয়েছে লঞ্চ চলাচল। বরিশাল থেকে রাতে সুন্দরবন, সুরভী, কীর্তনখোল ও এডভেঞ্চার এই ৪টি বিলাসবহুল লঞ্চ রাজধানীর উদ্দেশে ছেড়ে যাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer