Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বন্ধ ৫৮টি অনলাইন নিউজ পোর্টাল খুলে দিয়েছে বিটিআরসি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৮, ১০ ডিসেম্বর ২০১৮

আপডেট: ২০:১৬, ১০ ডিসেম্বর ২০১৮

প্রিন্ট:

বন্ধ ৫৮টি অনলাইন নিউজ পোর্টাল খুলে দিয়েছে বিটিআরসি

ঢাকা : দেশের ৫৮টি অনলাইন নিউজ পোর্টাল খুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।সোমবার সন্ধ্যা ৭টার দিকে নিউজ পোর্টালগুলো খুলে দেয়া হয় বলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জনসংযোগ কর্মকর্তা সামিউল খান জাকির বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৫৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ প্রত্যাহার করার পর পোর্টালগুলো খুলে দেয়া হয়েছে।

যেসব পোর্টাল বন্ধের নির্দেশ এসেছিল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল: প্রিয় ডটকম, রাইজিংবিডিডটকম,পরিবর্তনডটকম, শীর্ষনিউজ২৪ডটকম, ঢাকাটাইমস২৪ডটকম, নিউজবিডি৭১ডটকম ইত্যাদি।

রোববার বিকালে বিটিআরসি থেকে দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানকে (আইএসপি) এই নির্দেশনা দেয়া হয়েছিল।
তিনি বলেছিলেন, গতকাল বিকেলে আমরা বিটিআরটিসি থেকে ৫৮টি সাইট বন্ধের নির্দেশ পেয়েছি। নির্দেশের পর বিষয়টি দ্রুত কার্যকর করার উদ্যোগ নেয়া হচ্ছে। তবে কেন ওয়েবসাইটগুলো ব্লকের নির্দেশ দেয়া হয়েছে তার কারণ ব্যাখ্যা করেননি তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer