Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বন্ধ হচ্ছে না প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা:সংসদে মন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ২৮ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

বন্ধ হচ্ছে না প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা:সংসদে মন্ত্রী

ঢাকা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, আপাতত সরকারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ করার পরিকল্পনা নেই। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এসব কথা বলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি আরো বলেন, চলতি বছরে প্রাথমিক স্তরে ভর্তির হার ৯৭ দশমিক ৭৪ ভাগ। সারা দেশে বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুকে ভর্তির জন্য সরকার গৃহীত সকল কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং তাদের পাঠদানে সম্পৃক্ত করার জন্য ভর্তি করা হয়েছে। এতে বিদ্যালয় গমনোপযোগী প্রায় শতভাগ শিশুকে ভর্তির লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

সরকারি দলের নূর মোহাম্মদের প্রশ্নের জবাবে গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে বয়স্ক সাক্ষরতার হারে পুরুষের চেয়ে নারীরা গড়ে ৫ শতাংশ পিছিয়ে আছেন। বর্তমানে সাক্ষরতার হার ৭৩ দশমিক ৯ শতাংশ। পুরুষ সাক্ষরতার হার ৭৬ দশমিক ৭ শতাংশ আর নারী সাক্ষরতার হার ৭১ দশমিক ২ শতাংশ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer