Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বন্দুকযুদ্ধে মুন্সীগঞ্জে ১৮ মামলার আসামির মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ২১ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বন্দুকযুদ্ধে মুন্সীগঞ্জে ১৮ মামলার আসামির মৃত্যু

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৮ মামলার আসামি মাদক কারবারি আবুল হোসেন শেখ (৪৯) নিহত হয়েছেন। এ সময় দুই র‍্যাব সদস্য আহত হন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দেউলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।নিহত আবুল উপজেলার কুন্ডেরবাজার গ্রামের মৃত নাজিম উদ্দিন শেখের পুত্র।

এ ব্যাপারে র‍্যাব-১১ উপ-অধিনায়ক মেজর আশিক বিল্লাল জানান, আমাদের কাছে গোপন সংবাদ ছিল টঙ্গীবাড়িতে মাদক কারবারিদের মিটিং হচ্ছে। মেইন রোডের পাশে আবুল হোসেন তার বাহিনীর সদস্যদের নিয়ে মিটিং করছিল। সেখানে আমাদের টহল ছিল। হঠাৎ রাত ১টার দিকে আমাদের টহল টিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আমরাও পাল্টা গুলি ছুড়ি। পরে আমরা দেখি একজন লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ ঘোষণা করেন। এ সময় আমাদের দুইজন র‍্যাব সদস্য গুরুতর আহত হন। তার বিরুদ্ধে ১৮টি মাদক মামলা ছিল। তিনি মুন্সীগঞ্জের এক নম্বর মাদক কারবারী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer