Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৫, ১৭ আগস্ট ২০১৯

প্রিন্ট:

বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ফ্রিল্যন্সার গত ১৭ আগষ্ট রাজধানী মিরপুর ডিওএইচএস ‘জাতির পিতার জীবন আদর্শ ও নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক প্যনেল ডিসকাসন অনুষ্ঠান বঙ্গবন্ধু নিবেদিত কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র জামাল মোস্তাফা, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক, ঢাকা মহানগর মহিলা আওয়ামীলীগ এর সভাপতি সাহিদা তারিক দিপ্তী, বাংলাদেশ ফ্রিল্যন্সার ডেভোলোপমেন্ট সোসাইটির সভাপতি ডাঃ তানজিবা রহমান, বিএফডিএস এর সহ সভাপতি শামসুল হক তপু, বাংলাদেশ ডিজিটাল এডুকেশন সোসাইটির সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন হেলাল সহ প্রমূহ।

পপুলার মডেল স্কুল প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রাইভেট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক হাসান আল শ্রাবন, বি.এম ইন্টারন্যশনাল স্কুলের প্রধান শিক্ষক বশির আহম্মেদ। ঢাকার বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর দেশপ্রেম জীবন আদর্শের কথা তুলে ধরেন এবং আগত প্যানেলিষ্টদের কাছে প্রশ্ন উত্থাপন করেন ।

প্রশ্নোত্তর পর্বে প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ নতুন প্রজন্মের প্রশ্ন উত্তরের জবাব দেন। শিশু সাহিত্যিক জসিম উদ্দিন জয় এর উপস্থাপনায় অনুষ্ঠানের আরো যারা উপস্থিত ছিলেন, কবি এম ইউনুস ফার্সি, কবি আলী মুহাম্মদ লিয়াকত, জহির মো: হারুন, চেয়ারম্যান উদ্যোগি ফাউন্ডেশন, এ,এন, আলিম আহম্মেদ, প্রধান উপদেষ্টা শ্রোত বাংলাদেশ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা কামালা পাশা সহ প্রমুহ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন, ১৫ আগষ্ট নির্মম ভাবে শহিদ হওয়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে বিভিন্ন আঞ্চল থেকে আগত কবিদের অংশগ্রহণে বঙ্গবন্ধু নিবেদিত কবিতা আবৃত্তি অনুষ্ঠান ‘আমার চোখে বঙ্গবন্ধু’ অনুষ্ঠিত হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer