Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: ওয়েবসাইটের কনটেন্ট নির্ধারণ কমিটির সভা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪২, ১৯ জুন ২০১৯

প্রিন্ট:

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: ওয়েবসাইটের কনটেন্ট নির্ধারণ কমিটির সভা

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ওয়েবসাইটের ‘ওয়েবসাইটের কনটেন্ট নির্ধারণ/বাছাই কমিটি’র প্রথম সভা আজ বাস্তবায়ন কমিটির সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন ওয়েবসাইটের কনটেন্ট নির্ধারণ/বাছাই কমিটি’র আহ্বায়ক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম ও প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আবদুল মান্নান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সিটি এডিটর অজিত কুমার সরকার, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার শাহ আলী ফরহাদ, কবি তারিক সুজাত, প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন, সিআরআই-এর তন্ময় আহমেদ প্রমুখ।

সভায় ওয়েবসাইটে বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও দীর্ঘ সংগ্রাম এবং রাষ্ট্র পরিচালনার উপর কী কী কনটেন্ট প্রকাশ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা ওয়েবসাইটটি যাতে আন্তর্জাতিক মানসম্মত হয় সে ব্যাপারে গুরুত্বারোপ করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer