Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর চরিত্রে ভারতের আদিল হুসেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ৯ ডিসেম্বর ২০২০

প্রিন্ট:

বঙ্গবন্ধুর চরিত্রে ভারতের আদিল হুসেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-ভারত যৌথভাবে একটি চলচ্চিত্র নির্মাণ করছে। সিনেমাটির পরিচালনায় আছেন শ্যাম বেনেগাল। নাম ভূমিকায় থাকছেন আরিফিন শুভ।২০২০ এর শুরুতে সিনেমাটির শুটিংয়ের কথা থাকলেও করোনার কারণে তা এক বছর পিছিয়ে গেছে।

বুধবার কলকাতার আনন্দবাজার পত্রিকা জানায়, ভারতীয় আরেকটি ছবিতে বঙ্গবন্ধুকে দেখা যাবে। যেখানে এ ভূমিকায় আছেন বলিউডের নামি অভিনেতা আদিল হুসেন।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে প্রেক্ষাপটে রেখে এ সিনেমা তৈরি করা হচ্ছে।সিনেমাটি নির্মাণ করছেন ‘দিল্লি ক্রাইম’খ্যাত পরিচালক রিচি মেহতা। ছবির নাম ‘ব্যাটল ফর বেঙ্গল’।

ছবিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করার কথা আদিল হুসেনের। সঙ্গে একাধিক বাঙালি অভিনেতাকেও দেখা যাবে।

সব ঠিক থাকলে আগামী বছর মার্চ-এপ্রিল মাস নাগাদ শুরু হবে ছবির শুটিং। লস অ্যাঞ্জেলেসের একটি সংস্থা ছবিটি প্রযোজনা করছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer