Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে কলকাতা উপদূতাবাসের অভিনব উদ্যোগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে  কলকাতা উপদূতাবাসের অভিনব উদ্যোগ

ছবি- সংগৃহীত

ঢাকা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-দুতাবাসের কর্মকর্তারা। এ প্রথম উপদূতাবাসের সব কর্তারা কলকাতা থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাতে আসছেন ১ মার্চ।

শুক্রবার কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের প্রথম সচিব মোফাকখারুল ইকবাল বাংলানিউজকে জানান এ তথ্য।মোফাকখারুল ইকবাল জানান, কলকাতায় এ মিশন সবদিক থেকে গুরুত্বপুর্ণ। বিদেশের মাটিতে এই মিশনেই প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এ মিশন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর মাজারে গিয়ে পুষ্পামাল্য অর্পণ করে মুজিববর্ষ সুচনা করবে কলকাতায়, এটাই স্বাভাবিক। ১ মার্চ এ মিশন তাই শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর সমাধিতে যাবে।

কলকাতার উপ-দুতাবাস প্রধান তৌফিক হাসানসহ অন্য কর্তারা এতে উপস্থিত থাকবেন।

এছাড়া আগামী ১৭ই মার্চ উপ-দুতাবাসের উদ্যোগে কলকাতায় শুরু হবে বছরব্যাপী জাতির জনকের শততম জন্মবার্ষিকীর উদযাপনের বিভিন্ন অনুষ্ঠান। কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্রসদনে জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তা শুরু হবে। এসময় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer