Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুকে নিবেদিত প্রবাসী কবি মৌ মধুবন্তীর দু’টি কবিতা

প্রকাশিত: ২০:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

বঙ্গবন্ধুকে নিবেদিত প্রবাসী কবি মৌ মধুবন্তীর দু’টি কবিতা

-কবি মৌ মধুবন্তী

ফিরে আসো বঙ্গবন্ধু শতকে শতকে

একটি জাতির একজন বঙ্গবন্ধু তুমি
সর্বশ্রেষ্ঠ নেতা ভৈরব আহেরী
জয়ধ্বনি বিশ্বজুড়ে জয়ধ্বনি
তোমার আজ জন্মশতবার্ষিকী
শত বছরের গ্লানি আজ যাক মুছে যাক
তোমার চিত্তে আসুক শান্তি অনির্বান
শোষণের বুক চিরে
স্বাধীন বাংলাদেশের হয়েছে উত্থান
আজ আমরা গাইব সবাই মিলে
তোমার জন্মদিনের জয়গান
মুক্তিকামী বাংগালী তুমি
স্বাধীনতার অধিনায়ক

তুমি মুক্তি সংগ্রাম
তুমি বাঙ্গালী জাতির পরিচায়ক
‘আই স্যালুট দ্য ব্রেভ লিডার অব অল টাইমস’
তুমি ছিলে বিশ্বের এক আলোচিত মহান শামস (বন্ধুত্বপুর্ণ)

কেউ মুগ্ধপ্রস্ফুটিত তোমার প্রশংসায়
কেউ মুগ্ধবিহবল তোমার ব্যক্তিত্বে
কেউ বা মুগ্ধচকিত তোমার
জীবনযাপনের মোহনীয়তার কথা জেনে
তুমি ছিলে না শুধুই বাংলাদেশের মহাননেতা
কত ভিনদেশী নাগরিক দিয়েছে
তোমাকে নানাভাষায় নানান উপাধি ও আখ্যা
দিয়েছে তোমাকে বিরল পুরস্কার
বিশ্বের সর্বোচ্চ শান্তি পদক ‘জুলিও কুরি’
মানবতার শ্রেষ্ঠ সন্মান
মুক্তিযুদ্ধ করেনি প্রলুব্ধ, করেনি বিক্ষুব্ধ
করেনি ইতিহাস বিকৃত বরং দিয়েছে অনুপ্রেরণা

হে প্রিয় নেতা বঙ্গবন্ধু!
তুমি আমাদের শতবছরের অহংকার ভারী
তুমি আমাদেরকে দিয়েছ একুশে ফেব্রুয়ারি
আমাদের দিয়েছ বাংলা মধুর ভাষা,
তুমি আমাদের ঘাষফুল সরোসিজ বক্তৃতা
হাজার বছরের আশা
তুমি বকখালী মাঠ
ইতিহাসের জ্বলজ্বলে এক ক্রান্তিধারী (আমুল পরিবর্তন)
তুমি দিয়েছ আমাদেরকে ছাব্বিশে মার্চ
বিশ্বজুড়ে সবার রয়েছে
তোমার প্রতি অগাধ ভালোবাসা
সুর্যোদয়ের মত অবিচল বিশ্বাস
তুমি বাংলার পাহাড়, বাটালিহীল – তুমি বাংলার পাখী, শিখা গাঙচিল
তুমি বাংলার নদী, জাগরণের স্রোত- তুমি বাংলার উদয়পু্র‌ মহানমনোরথ
তোমার জন্মশতবার্ষিকী গোটা বাংলাদেশকে করেছে আজ উজ্জয়িনী
আমরা মহান মনোরামপুরের আমবাগানে
বাজাব বাঁশী রাগ-অনুরাগের কল্যাণে
যে রাগের কল্যাণে বাংলাদেশ পাবে তোমাকে ফিরে ফিরে।
শতকে শতকে জনমে জনমে।

১০ ফেব্রুয়ারি ২০২০-টরন্টো-কানাডা

স্বাধীনতার গৌরবমালা তোমাকে হে বঙ্গবন্ধু


আমি সাতচল্লিশের দেশ ভাগ দেখিনি,
আমি উনসত্তরের গন অভ্যুত্থান বুঝিনি
আমি সিন্ডিকেট বুঝি না, আমি রাজনীতি করি না

শুধু জানি,
একাত্তরে কেউ একজন রেসকোর্সের ময়দানে ডাক দিয়েছিল
‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’-
বঙ্গবন্ধু শেখ মুজিব ছিল তার নাম।

আরো জেনেছি কেউ কেউ নেতা হতেই জন্মায়
নেতারা কি কখনো ইতিহাসের পাতা থেকে হারায়?

সত্যদ্রষ্টা পাহাড়ের কিছুই লাগে না।
না ঢাকা, না চট্টগ্রাম, না ফরিদপুর ,
না লাগে কোন অংকিত সীমানা

বাংলার শিশির বিন্দুই
একদিন মহাসমুদ্রে রূপ নেয় যেন উজ্জ্বল তারা
তেমনি বেরিয়ে আসে এক যুবক চোখের ভেতরে স্বপ্নধারা…

এই সমুদ্রের জলে স্নান করবার জন্য বুদ্ধিমত্ত্বাও থাকা দরকার
স্বাধীনতা দিয়েছে আমাদের সেই বুদ্ধি চর্চার অধিকার
তুমি সেই এক মহাসমুদ্র, একটি উঁচু এভারেস্ট
আঠারো বছর বয়েসেই ওরা তোমাকে করেছিল এরেস্ট।।

ভয় পাওনি যুদ্ধ সঙ্গিন, চোখে ছিল স্বপ্ন রঙ্গিন
বরং কারাভোগ করেছ জীবনের চার হাজার ছয়শ বিরাশি দিন ।
নেতা তুমি, পিতা তুমি!
বন্ধু আমাদের, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
এই বাংলার মাটিতেই তুমি খুন হয়েছিলে, দিয়েছিলে প্রাণ!

অতি সাধারণ বাঙ্গালী আমি, বাংলাভাষী।
দেশ ছেড়ে সেই কবে প্রবাসে চলে আসি
আমার মা ঘুমায় বাংলার মাটিতে।
আমার বাবা ঘুমায় বাংলার মাটিতে
আমার শিশুবেলা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত
কেটেছে বাংলার মাটিতে

আমার রক্তে টগবগ করে ছোটে একুশে ফেব্রুয়ারি,
খালি পায়ে প্রভাত ফেরী অম্লান এখনো স্মৃতিতে
আর "সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের"-
প্রণম্য কবি নির্মুলেন্দু গুণ।
কবিদের কাছে আমাদের ঋণ কয়েক হাজার গুণ -
শুনরে জনগণ শুন!

উনিশ কুড়ি থেকে আজ দুই হাজার কুড়ি
উদযাপিত হচ্ছে জন্মশত বার্ষিকী,
তুমি ছিলে এক অমিয় বঙ্গবন্ধু কবি
এঁকেছিলে বাংলার স্বাধীন ছবি,
আমার তোমারই পদাঙ্কানুসারী
বিনম্র শ্রদ্ধা তোমায়, নাই কোন আহাজারি

দৃপ্ত অহংকারে আজ বাংলায় শ্রদ্ধা,
বাংলায় জয়-গৌরব মালা দিতে পারি।


৬ জানুয়ারি ২০২০-টরন্টো, কানাডা

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer