Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩০, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

‘বঙ্গবন্ধু ও তাঁর কন্যার কারণে কৃষি কর্মকর্তারা সম্মানিত’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৫, ২১ আগস্ট ২০১৯

প্রিন্ট:

‘বঙ্গবন্ধু ও তাঁর কন্যার কারণে কৃষি কর্মকর্তারা সম্মানিত’

ঝিনাইদহ: ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাসে মঙ্গলবার২০১৯-২০ শিক্ষা বর্ষের কৃষি ডিপ্লোমায় ভর্তিকৃত ১ম সেমিষ্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।

সভাপতি হিসাবে উপস্হিত ছিলেন অধ্যক্ষ কৃষিবিদ মোঃ রিফাতুল হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জিএম আব্দুর রউফ, ইনস্টিটিউটের উপাধ্যক্ষ কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক, মুখ্য প্রশিক্ষক কৃষিবিদ সুজন মজুমদার, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহঃ মোফাকখারুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন উপসহকারী প্রশিক্ষক নাজিম উদ্দিন ও মোঃ আনোয়ারুল ইকবাল, উর্ধ্বতন প্রশিক্ষক কৃষিবিদ দেবানন্দ বিশ্বাস, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহঃ মোফাকখারুল ইসলাম, মুখ্য প্রশিক্ষক কৃষিবিদ সুজন মজুমদার উপপরিচালক কৃষিবিদ জিএম আব্দুর রউফ।

অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ কৃষিবিদ মোঃ রিফাতুল হোসাইন তার সমাপনী বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু সর্বপ্রথম কৃষি কর্মকর্তাদের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসাবে সন্মানিত করেছিলেন, পরবর্তীতে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে ডিপ্লোমা প্রাপ্তদেরকে ২য় গ্রেডে সন্মানিত করছেন। তাই আজ তারা সমাজে সন্মানিত।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer