Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বগুড়া ৬ আসনে বিএনপি প্রার্থী সিরাজ নির্বাচিত

আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৫, ২৪ জুন ২০১৯

প্রিন্ট:

বগুড়া ৬ আসনে বিএনপি প্রার্থী সিরাজ নির্বাচিত

ছবি: বহুমাত্রিক.কম

বগুড়া: বগুড়া-৬ (সদর) উপনির্বাচনে বড় ব্যবধানে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার ২৪ জুন নির্বচন কমিশনের ঘোষনা অনুযায়ী ১৪১ টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রে ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ পেয়েছেন ৮৯৭৪২টি ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ প্রার্থী টি জামান নিকেতা পেয়েছেন ৩২২৯৭টি ভোট। সন্ধ্যায় বগুড়ার শহীদ চান্দু সেটিয়ামে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষনা করেন। রিটার্নিং কর্মকর্তা মাহাবুব আলম শাহ কেন্দ্রের ফলাফলগুলো ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী লাঙল প্রতীক নিয়ে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৬ হাজার ৩০০ ভোট।

ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের জেলা আহ্বায়ক ড. মনসুর রহমান পেয়েছেন ৪৩০ ভোট, আপেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ও মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল পেয়েছেন ২ হাজার ৮৩৬ ভোট, হারিকেন প্রতীকে বাংলাদেশ মুসলিম লীগের মুফতি মাওলানা রফিকুল ইসলাম পেয়েছেন ৫৩৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৯৩ ভোট।

বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের ২০টি ও সদর উপজেলার ১১ ইউনিয়ন নিয়ে বগুড়া-৬ (সদর) আসন গঠিত। এ আসনের মোট ভোটার তিন লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। ১৪১টি কেন্দ্রে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে জয়ী হন। পরে মির্জা ফখরুল শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer