Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ফের যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ২৫ মে ২০২০

প্রিন্ট:

ফের যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

ফের যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি বার্তা দিল ইরান। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ক্যারিবিয়ান সাগর বা অন্য কোথাও যদি আমাদের তেল ট্যাংকার আমেরিকার হাতে বিপদের সম্মুখীন হয় তাহলে তারাও (আমেরিকা) একই ধরনের বিপদের মুখে পড়বে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি’র সঙ্গে এক টেলিফোনালাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন রুহানি।ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরান নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার পাশাপাশি বিশ্বের যেকোনো স্থানে নিজের স্বার্থ রক্ষার অধিকার সংরক্ষণ করে। কাজেই আমি আশা করছি আমেরিকা কোনো ভুল করবে না।

ইরান ও ভেনিজুয়েলার মধ্যে সমুদ্র বাণিজ্য অব্যাহত থাকায় মার্কিন কর্মকর্তারা প্রচণ্ড ক্ষুব্ধ বলে জানা গেছে।

ইরানের সর্বোচ্চ নেতার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হোসেন দেহকান বার্তা সংস্থা ইরান প্রেসকে দেয়া সাক্ষাতকারে ভেনিজুয়েলার সঙ্গে ইরানের সমুদ্র বাণিজ্য বাধাগ্রস্ত করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুমকির প্রতিক্রিয়ায় বলেছেন, ইরানের নীতি স্পষ্ট আর তা হচ্ছে আমেরিকা যদি কোনো ভুল করে বসে তাহলে অবশ্যই তারা ইরানের পক্ষ থেকে অনুশোচনামূলক জবাব পাবে। পার্স টুডে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer