Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ফেনীতে লাইভে এসে স্ত্রী খুন: স্বামীর মৃত্যুদণ্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩, ২১ অক্টোবর ২০২১

প্রিন্ট:

ফেনীতে লাইভে এসে স্ত্রী খুন: স্বামীর মৃত্যুদণ্ড

ফেনীতে ফেসবুক লাইভে এসে তাহমিনা নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী ওবায়দুল হক টুটুলকে মৃত্যুদণ্ডের আদেশ ‍দিয়েছে আদালত।

বৃহস্পতিবার  দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন। এছাড়া আসামি টুটুলকে ৫০ হাজার হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাত্র ৬০ কার্যদিবসে এ হত্যার রায় ঘোষণা করা হলো।

৫ বছর আগে ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহিপুর এলাকার গোলাম মাওলা ভূঁঞার ছেলে টুটুলের সঙ্গে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আকদিয়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে তাহমিনা আক্তারের বিয়ে হয়। ২০২০ সালের ১৫ এপ্রিল তাহমিনাকে কুপিয়ে হত্যা করেন টুটুল। হত্যার আগে ফেসবুক লাইভে এসে টুটুল সবার কাছে মাফ চান এবং ঘটনার জন্য দায় স্বীকার করেন। এ ঘটনায় তাহমিনার বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

গত বছরের ১৫ ডিসেম্বর একমাত্র আসামি ওবায়দুল হক টুটুলকে অভিযুক্ত করে চার্জগঠন করা হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি মামলার বাদী নিহতের বাবা সাহাব উদ্দিনের সাক্ষ্য গ্রহণের শুরু হয়। এই মামলায় ১৭ জনেরে ১৩ জনের সাক্ষ্য দেন। ২০ জানুয়ারি থেকে বিচার কার্য শুরু হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer